Breaking
24 Dec 2024, Tue

‘স্যাক্ট’ দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল ঝাড়গ্রাম জেলা অতিথি অধ্যাপক সমিতি

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : প্রথম বর্ষ ‘স্যাক্ট’ দিবসে রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল ঝাড়গ্রাম জেলা অতিথি অধ্যাপক সমিতি অর্থাৎ স্যাক্ট-ডাব্লুবিজেএলএ। রাজ্যের কলেজ গুলি নূন্যতম ৩-৪ হাজার টাকা মাসিক বেতনের বিনিময়ে পড়ুয়াদের শিক্ষা দিয়ে এসেছেন অতিথি অধ্যাপকরা। কোন কলেজ মাসে আবার কোন কলেজ ক্লাস অনুপাতে বেতন প্রদান করত। সেই যন্ত্রণা থেকে মুক্তি দিয়ে হাওড়ার এক প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯ অগাস্ট ২০১৯ সালে প্রথম ‘স্যাক্ট’ ঘোষণা করেন। এদিনটিকে স্মরণীয় করে রাখতে ঝাড়গ্রাম জেলার কলেজের অতিথি অধ্যাপকরা সোশ্যাল মিডিয়ায় কৃজ্ঞতা স্বরূপ পোস্ট করেছেন। সেখানে লেখা রয়েছে,”অতিথি অধ্যাপকদের জীবনে নুন-ভাতের সংস্থান করে সরকারি স্বীকৃতি দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী ও মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা প্রকাশ করছি।” আবার কোথাও লেখা রয়েছে,’এক বৈপ্লবিক রূপান্তরের প্রথম বর্ষ’।

Developed by