Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ পার হল, সুস্থ একশোর পথে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৫০ পার হল, সুস্থ একশোর পথে। এদিন নতুন করে করোনায় আক্রান্ত হলেন ৬ জন। মঙ্গলবার ১৮ আগস্ট রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ৬ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত ১৭ আগস্ট পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এ নিয়ে ঝাড়গ্রাম জেলায় সরকারি ভাবে মোট ১৫৩ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৯৪ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। এমনকি জেলায় করোনায় আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যুর খবর সরকারি ভাবে উল্লেখ করা হয়েছে বুলেটিনে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৫৭ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। আর নতুন ৬ জনের মধ্যে ঝাড়গ্রাম শহরে ২ জন, গোপীবল্লভপুর ১নং ব্লকে ১ জন, গোপীবল্লভপুর ২ নং ব্লকে ১ জন, বিনপুরে ১ জন এবং এক সিআরপিএফ জওয়ান রয়েছেন।

Developed by