ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনা যুদ্ধে একেবারে সামনের সারিতে থেকে লড়াই করছিলেন তৃণমূল বিধায়ক সমরেশ দাস। আমৃত্যু তিনি পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বিধায়ক ছিলেন। করোনা আবহে একেবারে সামনের সারিতে থেকে মানুষজনকে খাদ্য বিলি থেকে শুরু করে দলীয় কাজকর্ম করে চলেছিলেন। কিছুদিন আগে অসুস্থ হয়ে তিনি কলকাতার হাসপাতালে ভর্তি হন। সোমবার ভোর ৪.১৫ মিনিটে কলকাতার এক বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এগরা বিধানসভায় শোকের ছায়া নেমে এসেছে। বিধায়কের পাশাপাশি তিনি বলাগেড়িয়া সেন্ট্রাল কো অপারেটিভ ব্যাঙ্কের চেয়ারম্যান, এগরা সারদা শশীভূষন কলেজের পরিচালন সমিতির সভাপতিও ছিলেন। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে উনার আত্মার চিরশান্তি কামনা করি এবং তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।