Breaking
24 Dec 2024, Tue

গোপীবল্লভপুরে ছেলেকে খুন করল বাবা, মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য!

ছবিটি -প্রতীকী


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
গোপীবল্লভপুরে ছেলেকে ছুরি মেরে খুন করার অভিযোগে গ্রেপ্তার হলেন বাবা। মৃত ছেলের নাম পরেশ নায়েক(২৮)। শনিবার বিকেলে ঘটনাটি ঘটেছে গোপীবল্লভপুর থানার পড়াশিয়া গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পড়াশিয়া গ্রামের বাসিন্দা ধনঞ্জয় গ্রামে গ্রামে পাঁউরুটি ফেরি করে বিক্রি করতেন। ধনঞ্জয়ের একমাত্র বিবাহিত ছেলে পরেশ নায়েক ওডিশা রাজ্যের কটকে বেসরকারি জায়গায় শ্রমিকের কাজ করতেন। লকডাউনের সময় সেখানে শ্রমিকের কাজ হারিয়ে বাড়ি ফিরে আসেন। পরেশের স্ত্রী ও দেড় বছরের মেয়ে বাপের বাড়িতে রয়েছেন। শনিবার বিকেল তিনটে নাগাদ ছাগল চরিয়ে পরেশ বাড়ি ফিরে এসে দেখে তখনও ভাত রান্না হয়নি। রান্না না হওয়ায় বাবার সঙ্গে পরেশের কথা কাটাকাটি শুরু হয়। তখন ধনঞ্জয় মদ্যপ অবস্থায় ছিল। ছেলের সঙ্গে গণ্ডগোল শুরু হতেই আচমকা পরেশের পিঠে ও পেটে পাঁউরুটি কাটার ছুরি চালিয়ে দেন। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। স্থানীয় বাসিন্দারা পরেশকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান। কিন্তু পরেশের শারীরিক অবস্থার অবনতি হতেই সেখান থেকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করে। শনিবার গভীর রাতে ঝাড়গ্রাম হাসপাতালে পরেশের মৃত্যু হয়। ছেলেকে ছুরি দিয়ে আঘাতের পরই গ্রাম ছেড়ে পালিয়ে যান বছর পঞ্চাশের বাবা ধনঞ্জয় নায়েক। রবিবার দুপুরে কমলাশোল এলাকা থেকে ধনঞ্জয়কে গ্রেফতার করে গোপীবল্লভপুর থানার পুলিশ।

Developed by