Breaking
25 Dec 2024, Wed

বিয়ে বাড়িতে নব দম্পতির করোনা সচেনতার বার্তা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
বিয়ে বাড়িতে নব দম্পতির করোনা সচেনতার বার্তা । বৌভাতের অনুষ্ঠানে আসা আমন্ত্রিতদের তুলে দেওয়া হল হ্যাণ্ড স্যানিটাইজার, মাস্ক ও চারাগাছ। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ ব্লকের চোরচিতা গ্রামে শুক্রবার এই ঘটনার সাক্ষী থাকলেন বৌভাতে আসা আমন্ত্রিত ও অতিথিরা। চোরচিতা গ্রামের বাসিন্দা বছর ছত্রিশের দিব্যেন্দুবিকাশ দত্ত জিন্দাল কোম্পানিতে কাজ করেন। দেখাশুনা করে গত বৃহস্পতিবার বিয়ে হয় সংস্কৃতে এমএ পাস করা ডেবরার মকরামপুরের পাত্রী তনিমা রানি মাঝির সঙ্গে। বিয়ে বাড়িতে ভিড় এড়াতে শুক্র ও শনিবার দু’দিন বৌভাতে ৫০ জন করে আমন্ত্রণ জানানো হয়েছে। শুক্রবার বৌভাতে আসা আমন্ত্রিতদের হাতে বর-কনে দু’জনে মিলে হ্যাণ্ড স্যানিটাইজার, মাস্ক ও চারাগাছ তুলে দেন। নব দম্পতি দিব্যেন্দু বিকাশ দত্ত ও তনিমা রানি মাঝি বলেন,‘আজকের সংকটময় পরিস্থিতিতে মানুষের জীবনে মাস্ক ও হ্যাণ্ড স্যানিটাইজার কতটা জরুরি তা বোঝানোর জন্য এবং বিশ্ব উষ্ণায়নের সম্পর্কে সচেতন করতেই চারাগাছ সকলের হাতে তুলে দেওয়া হয়েছে।’

Developed by