Breaking
25 Dec 2024, Wed

অবশেষে স্বস্তি! মিড-ডে মিলের চাল-আলু বিতরণ করে যাওয়ার পর করোনা রিপোর্ট পজেটিভ আসা শিক্ষকের স্কুল রাংড়াকোলার বাসিন্দাদের রিপোর্ট এল নেগেটিভ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক :
অবশেষে স্বস্তি! মিড-ডে মিলের চাল-আলু বিতরণ করে যাওয়ার পর করোনা রিপোর্ট পজেটিভ আসা শিক্ষকের স্কুল রাংড়াকোলার বাসিন্দাদের রিপোর্ট এল নেগেটিভ। গত ১০ অগস্ট রাংড়াকোলা প্রাথমিক বিদ্যালয়ের টিচার-ইন-চার্জ স্কুলে এসেছিলেন মিড-ডে মিলের চাল-আলু সহ নানা জিনিসপত্র বিতরণ করতে। ওই স্কুলের পার্শ্বশিক্ষক এবং এক সিভিক ভলেন্টিয়ারের উপস্থিতিতে মোট ৪৮ জন অভিভাবকদের হাতে মিড-ডে মিলের জিনিসপত্র তুলে দেন।মেদিনীপুর শহরের পাটনাবাজারে নিজের বাড়িতে ফিরে যান টিচার-ইন-চার্জ। গত ১১ তারিখ টিচার-ইন-চার্জ ফোন করে স্কুলের পার্শ্বশিক্ষককে জানান তাঁর করোনা পজেটিভ রিপোর্ট স্বাস্থ্যদপ্তর থেকে জানানো হয়েছিল। বিষয়টি জানার পরই আতঙ্ক ছড়ায় চুবকার রাংড়াকোলা গ্রামে। ঘটনার কথা জানতে পেরে চুবকা গ্রাম পঞ্চায়েতের প্রধান উদয়শঙ্কর সেন ঝাড়গ্রামের জেলাশাসক ও ব্লক স্বাস্থ্যদপ্তরকে বিষয়টি জানান। বৃহস্পতিবার রাংড়াকোলা প্রাথমিক বিদ্যালয়ে স্বাস্থ্যদপ্তর থেকে টিম এসে করোনা পরীক্ষার নমুনা ৯৪ জনের সংগ্রহ করে নিয়ে যায়। তাতে রাংড়াকোলা গ্রামের সকল বাসিন্দাদের রিপোর্ট নেগেটিভ আসে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর লোকাল থানার দুজন বাসিন্দাও টেস্ট করতে এসেছিলেন তাঁদের অবশ্য রিপোর্ট পজেটিভ এসেছে বলে প্রশাসন জানিয়েছে।

Developed by