Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রামে কি আজ রাজনৈতিক ঝড় উঠবে দলবদলে ?

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রামে কি আজ রাজনৈতিক ঝড় উঠবে দলবদলে ? শুক্রবার সকাল থেকেই এই প্রশ্নটাই লাখ টাকার হয়ে দাঁড়িয়েছে। কোন দল থেকে বদল হবে শিবির? তা নিয়ে টানটান উত্তেজনা রয়েছে শাসক ও বিরোধী দুই শিবিরে। সূত্রের খবর, সম্ভবত বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ৫০০ জন স্থানীয় নেতা-কর্মীরা। যা ঘিরে এলাকায় তৈরি হয়েছে নতুন করে রাজনৈতিক পালাবদলের আলোচনা। কিছুদিন আগে ঝাড়গ্রাম জেলা যুব মোর্চার সভাপতি অনুরণ সেনাপতিকে দলের পদ থেকে সরানো হয়। তারপর থেকেই ঝাড়গ্রাম জেলা জুড়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার হিড়িক পড়েছে। এক্ষেত্রেও কি সেরকম কিছু তার উত্তর জানা যাবে আর কয়েক ঘন্টার মধ্যেই!

Developed by