ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ইউএল বেঙ্গলের উদ্যোগে ৫টি গ্রামে করোনা প্রতিরোধ সামগ্রী প্রদান করা হল। গত মঙ্গলবার এই কর্মসূচির সূচনা করেন ঝাড়গ্রাম জেলা পরিষদের মেন্টর সোমনাথ মহাপাত্র। সাঁকরাইলের তুঙ্গাধুয়ায় অবস্থিত ইউএল বেঙ্গল অ্যাসবেসটস কোম্পানির সিএসআর প্রকল্পের উদ্যোগে তুঙ্গাধুয়া, ভুরকুণ্ডি, বড় কন্যাডিহা, উপরপাড়া, চুনপাড়া গ্রামের ৫০০টি পরিবারের হাতে তুলে দেওয়া হ্যাণ্ডস্যানিটাইজার, মাস্ক সহ বিভিন্ন জিনিসপত্র। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের সার্কেল ইন্সপেক্টর গৌতম চক্রবর্তী, সাঁকরাইল থানার ওসি মহম্মদ হাসানুজ্জামান মোল্লা এবং কোম্পানির সিনিয়ার ম্যানেজার(অ্যাডমিন) দীপেশ মণ্ডল।