রোগ সংক্রমণ ঠেকাতে কুই গ্রামে চলছে জীবাণুনাশক স্প্রে
ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : একদিকে করোনা ও অন্যদিকে ডেঙ্গু! চিন্তায় সাধারণ মানুষেরা। করোনা আক্রান্তের হাদিশ মেলায় চলছে স্যানিটাইজেশনের কাজ। আর অন্যদিকে মশার উপদ্রব থেকে বাঁচতে চলছে ফিনাইল ডিডিটি স্প্রে। বৃহস্পতিবার ঠিক এমনই চিত্র দেখা গেল ঝাড়গ্রাম জেলার বিনপুর ১নং ব্লকের লালগড়ের কুই গ্রামে। রাজ্য সরকারের বুলেটিন ওই এলাকায় নতুন করে করোনা আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছে তাই করা হচ্ছে স্যানিটাইজেশন। ডেঙ্গুর আক্রমণ থেকে বাঁচতে মেরে ফেলা হচ্ছে মশার লার্ভা।