ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনে বাস-ট্রেকার বন্ধ হওয়ায় যাতায়াতে সমস্যায় পড়েছেন মানুষজন। ঝাড়গ্রাম জেলার বেলপাহাড়ি ব্লকের বেলপাহাড়ি বাজার থেকে তারাফেনি পর্যন্ত ভায়া বৈষ্ণবপুর সহ অনেক গ্রামের মানুষজন নিত্যদিন সমস্যায় পড়ছেন। কারণ এই দীর্ঘ ৬ কিমি রাস্তা যেতে এখন নাজেহাল হয়ে পড়ছেন বাসিন্দারা। গ্রামের মানুষজন প্রতিদিনই গ্রামীণ বেলপাহাড়ি হাসপাতাল থেকে শুরু করে ব্লক অফিসে নানা কাজ কর্মে আসেন। কিছু মুষ্টিমেয় মানুষজন মোটরসাইকেলে যাতায়াত করলেও বাকিরা পায়ে হেঁটে অথবা সাইকেলে করে আসেন। দীর্ঘ পথ গাড়ি না থাকায় সমস্যায় পড়ছেন রোগীরাও। যাতায়াতের সমস্যার সমাধানের জন্য বাসিন্দারা দাবি জানাচ্ছেন, মিনিবাস বা ট্রেকারের চালু করলে যাতায়াতের সুরাহা হবে।