Breaking
25 Dec 2024, Wed

খাবারের সন্ধানে বাকড়া গ্রামে ভোরেই হানা দিল বুনোহাতি!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ভোর হতেই জঙ্গল ছেড়ে লোকালয়ে। খাবারের সন্ধানে দুলকি চালে গজরাজ! বৃহস্পতিবার ভোর-সকালে এমনই দৃশ্য দেখা গেল ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের বাকড়া গ্রামে। আর বুনোহাতি গ্রামে ঢুকে পড়ার খবর ছড়িয়ে পড়তেই ঘুম ভেঙে হাতির পিছনে দে ছুট…এলাকার যুবকদের চেষ্টায় বুনোহাতিকে ফের জঙ্গলে পাঠানো হল। আর তারপর হাঁফ ছেড়ে বাঁচেন বাসিন্দারা।

Developed by