Breaking
25 Dec 2024, Wed

সাঁকরাইলের আক্রান্ত করোনা যোদ্ধার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: সাঁকরাইলের আক্রান্ত করোনা যোদ্ধার বাড়িতে গিয়ে পাশে থাকার আশ্বাস দিলেন ঝাড়গ্রামের জেলাশাসক আয়েষা রানি এ। বুধবার দুপুরে সাঁকরাইলের বাকড়া গ্রামে যান জেলাশাসক। বাকড়া গ্রামে সমিত ওরফে সনু প্রামাণিক। বাড়িতে ছিলেন সনুর মা ও স্ত্রী। পরিবারের হাতে রিলিফ তুলে দেন জেলাশাসক। পরিবারের লোকজনের হাতে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি।

জেলাশাসক বলেন, ওই পরিবারের পাশে প্রশাসন সব সয় রয়েছে। চিকিৎসার যাবতীয় সাহায্য করা হচ্ছে। করোনা যোদ্ধার উপর দুষ্কৃতিরা যে ঘটনা ঘটিয়েছে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ওই ঘটনায় পুলিস চারজনকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার রাতে সাঁকরাইল থানার বাকড়া গ্রামে কোয়ারেন্টাইন সেন্টারে খাবার পৌঁছানোর সময় তাঁকে পথ আটকে মারধর করে বলে অভিযোগ। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জখম সনুর মায়ের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বিরুদ্ধে এসসি-এসটি অ্যাক্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিস। জানা গিয়েছে, সাঁকরাইল গ্রামের বাকড়া গ্রামে কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষজনদের খাবার ও জিনিসপত্র পৌঁচ্ছে দেওয়ার কাজ করে আসছিলেন সনু। করোনা রোগীদের ‘সংস্পর্শে’আসা শনু এলাকায় করোনা ছড়াতে পারে এই অভিযোগেই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Developed by