Breaking
25 Dec 2024, Wed

এক শবর ‘করোনা যোদ্ধাকে’ মারধর করার অভিযোগে গ্রেপ্তার হল বিজেপির চার নেতা-কর্মী


ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: এক শবর ‘করোনা যোদ্ধাকে’ মারধর করার অভিোগে গ্রেপ্তার হল বিজেপির চার নেতা-কর্মী। মঙ্গলবার রাতে সাঁকরাইল থানার বাকড়া গ্রামে কোয়ারেন্টাইন সেন্টারে খাবার পৌঁছানোর সময় ঘটনাটি ঘটেছে। জখম সমিত ওরফে সনু প্রামাণিক বর্তমানে তৃণমূলের ‘যুবযোদ্ধা’। যুবযোদ্ধার উপর আক্রমনের খবর পেয়ে রাত ১২টা নাগাদ হাসপাতালে আসেন শহর যুব তৃণমূলের সাধারণ সম্পাদক উজ্জ্বল পাত্র, জেলা তৃণমূলের মুখপাত্র সুব্রত সাহা। চিকিৎসকদের সঙ্গে কথা বলে সনুর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জখম সনুর মায়ের অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিস ধৃতদের বিরুদ্ধে এসসি-এসটি অ্যাক্ট সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিস। ধৃতরা হল, সুবোধ মাহাত, প্রশান্ত মণ্ডল, লালু মাহাত, জোর্তিময় মাহাত। ধৃতদের বাড়ি বাকড়া গ্রামেই। ধৃতদের মধ্যে সুবোধ মাহাত বিজেপির বুথ সভাপতি। জানা গিয়েছে, সনু কোয়ারেন্টাইন সেন্টারে থাকা মানুষজনদের খাবার ও জিনিসপত্র পৌঁচ্ছে দেওয়ার কাজ করে আসছিলেন। করোনা রোগীদের ‘সংস্পর্শে’ আসা শনু এলাকায় করোনা ছড়াতে পারে এই অভিযোগেই তাঁকে মারধর করা হয়েছে বলে অভিযোগ।

Developed by