Breaking
25 Dec 2024, Wed

বাড়ছে না ঝাড়গ্রাম বাজারে কন্টেইমেন্ট জোনের মেয়াদ, মঙ্গলবার থেকে নতুন বিধি-নিষেধ আরোপ করে খোলা হবে বাজার

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাড়ছে না ঝাড়গ্রাম বাজারে কন্টেইমেন্ট জোনের মেয়াদ। মঙ্গলবার থেকে নতুন বিধি-নিষেধ আরোপ করে খোলা হবে বাজার। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে ঝাড়গ্রাম জেলা প্রশাসন। বাজারে যাঁরা যাবেন দেখে নিন এক ঝলকে প্রশাসনের সেই নতুন বিধি নিষেধ গুলি- ১। বাজারের মধ্যে দোকানদার থেকে শুরু করে ক্রেতা সকলকেই মুখে মাস্ক পরে বাজারে ঢুকতে হবে। মুখে মাস্ক না থাকলে বাজারের মধ্যে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। ২। বাজারের মধ্যে ভিড় ও যান চলাচলে নিয়ন্ত্রণ করতেই পাঁচমাথা মোড় থেকে শিবমন্দির মোড় পর্যন্ত রাস্তা ওয়ান ওয়ে করা হয়েছে। অর্থাৎ পাঁচমাথা মোড় দিয়ে গাড়ি ঢুকতে পারবে এবং শিবমন্দির মোড় হয়ে গাড়ি বের হবে। কিন্তু কোন গাড়ি শিবমন্দির মোড় হয়ে ঢুকতে পারবে না। কেউ যদি উল্টোদিকে গাড়ি প্রবেশ করেন তাহলে মোটর ভিকেলসের আইন অনুযায়ী কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। ৩। আপাতত বাজারের প্রবেশ মুখ গুলিতে স্বাস্থ্যকর্মীরা থার্মাল গান দিয়ে চেকিং করার পরই বাজারে প্রবেশের অনুমতি মিলবে ব্যবসায়ী থেকে ক্রেতা সকলের।
সাধারণ বিধি নিষেধ সকলকে মেনে চলার অনুরোধ ও সহযোগিতার জন্য আবেদন করেছেন ঝাড়গ্রাম জেলা প্রশাসন। প্রশাসনিক কর্তার বক্তব্য,‘মানুষের ভালোর জন্য এত কিছু করা। মানুষজন নিয়ম মেনে চললে কারো কোন অসুবিধা হবে না। ইতিমধ্যে ব্যবসায়ীদের অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে। এভাবে যদি করোনা সংক্রমন এড়ানো যায় তাহলে কোন অসুবিধা নেই। যদি ফের সমস্যা দেখা দেয় তখন আবারও কন্টেইমেন্ট জোন ঘোষনা করে করোনা চেন ব্রেক করা হবে।’

Developed by