Breaking
25 Dec 2024, Wed

মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর ফের বার্তা দিলেন তৃণমূলের যুব নেতা সত্যকাম পট্টনায়েক

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর ফের বার্তা দিলেন তৃণমূলের যুব নেতা সত্যকাম পট্টনায়েক। জ্বর হয়ে বাড়িতে ছিলেন গোপীবল্লভপুর ১ ব্লকের সিজুয়া গ্রামের অমল বারিক। হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য অনেক চেষ্টা করেছিলেন। কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। সোমবার দুপুরে খবর পেয়ে অসুস্থ অমল বারিককে হাসপাতালে নিয়ে গেলেন সত্যকাম। নিজের প্রোটেকশনের জন্য ওষুধ দোকান থেকে পিপিই কিট কিনে তারপর হাসপাতাল থেকে নিয়ে এসে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা করিয়ে ফের বাড়ি ছেড়ে দিয়ে আসেন। বাড়িতে নিত্য প্রয়োজনীয় কি কি জিনিস লাগবে সে সমস্ত জিনিসের লিস্ট করে দিতে বলেন যুব সভাপতি। এর আগেও লকডাউন থেকে শুরু করে আম্পানের ঝড়ে তখনও গায়ে রেনকোট চাপিয়ে দরিদ্র মানুষের বাড়িতে ত্রিপল পৌঁচ্ছে দিয়েছিলেন সত্যকাম। তাঁর বক্তব্য এই অতিমারীর সময়ে মানুষ হয়ে মানুষের পাশে না দাঁড়ালে কে দাঁড়াবে বলুন? নিজের দায়বদ্ধতা থেকেই আজকে এই কাজ। এলাকার কোন মানুষ বিপদে পড়লে যেন আমাদের খবর দেয়। আমাদের যুব যোদ্ধারা এগিয়ে গিয়ে তাঁদের দলমত নির্বিশেষে সাহায্য করবে।

Developed by