Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম শহরে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যুতে হুঁশ ফেরেনি শহরবাসীর!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম শহরে করোনা আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যুতে হুঁশ ফেরেনি শহরবাসীর! শুক্রবার সকালে বৃদ্ধার মৃত্যু হলেও রবিবার শহর ছিল একেবারে লোকারণ্য। এমনকি নতুনডিহি এলাকায় ওই বৃদ্ধার বাড়ির পাশেও দোকান গুলিতে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মত। ঝাড়গ্রাম শহরের সবচেয়ে ভিড় ও জনবহুল এলাকা হল বাজার এলাকা। যদিও বাজারের দুই কাপড় ব্যবসায়ীর করোনা পজেটিভ হওয়ার পর গত ৪ আগস্ট দুপুর থেকে ওই সব এলাকায় কনটেনমেন্ট জোন করা হয়েছে। তবুও শহরের বিভিন্ন রাস্তায় বাজারের পসরা বা ঠ্যালা গাড়ি বা দোকান গুলিতে শারীরিক দূরত্ব বজায় না রেখেই চলছে কেনাকাটা। কবে হুঁশ ফিরবে শহরবাসীর প্রশ্নটা উঠতে শুরু করেছে!

Developed by