Breaking
25 Dec 2024, Wed

ঝাড়গ্রাম জেলায় হোম আইসোলশনে থাকা প্রথম করোনা আক্রান্ত বৃদ্ধার মৃত্যু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : এই মূহূর্তের সবচেয়ে বড় চাঞ্চল্যকর খবর। ঝাড়গ্রাম জেলায় প্রথম করোনা পজেটিভ আক্রান্তের মৃত্যু হল। যা কিনা খোদ ঝাড়গ্রাম শহরেই। গত বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলায় করোনা পজেটিভ ব্যক্তির সংখ্যা একসঙ্গে ১৭ জনের দেখা গিয়েছিল রাজ্য স্বাস্থ্যদপ্তরের বুলেটিনে। গত ৩১ জুলাই শহরের নতুনডিহি এলাকার এক ব্যক্তির করোনা পজেটিভ ধরা পড়েছিল। তাঁর উপসর্গ থাকায় তাঁকে ঝাড়গ্রামের করোনা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরবর্তী কালে তাঁর পরিবারের সদস্যদের করোনা টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়। পরিবারের কয়েকজন সদস্যের করোনা পজিটিভ রিপোর্ট আসার পর কোন উপসর্গ না থাকায় তাঁদের হোম আইসোলশনে রাখা হয়। শুক্রবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি থাকা ব্যক্তির মায়ের শ্বাসকষ্ট শুরু হয়। ৬৯ বছর বয়সী বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ফোন করে খবর দেন তাঁর বৌমা। সকাল দশটা নাগাদ অ্যাম্বুলেন্সে পিপিই কিট পরে এসে বৃদ্ধাকে হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধাকে করোনা হাসপাতালের চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। কোভিড বিধি মেনে সৎকারের আয়োজন করে প্রশাসন।

Developed by