Breaking
25 Dec 2024, Wed

সাঁওতালি ভাষা আন্দোলনের ঐতিহাসিক দিন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডিএলএড ও ডিগ্রি কলেজে অলচিকি হরফে পড়াশুনা চালু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সাঁওতালি ভাষা আন্দোলনের ঐতিহাসিক দিন! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডিএলএড ও ডিগ্রি কলেজে অলচিকি হরফে পড়াশুনা চালু হল। চলতি শিক্ষাবর্ষেই আদিবাসী পড়ুয়ারা মাতৃভাষায় পড়াশুনার সুযোগ পাবেন। গত বৃহস্পতিবার ৬ আগস্ট বিকাশ ভবন থেকে রাজ্য সরকারের অ্যাস্টিট্যান্ট সেক্রটারির স্বাক্ষরিত এক নোটিফিকেশনে লালগড় সরকারি ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অলচিকি হরফে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের পাঠ্যক্রম চালু করা হল। উক্ত দুটি বিষয়ে লালগড় সরকারি কলেজে চলতি শিক্ষাবর্ষ থেকেই পড়ুয়ারা ভর্তি হতে পারবেন। আর তাতেই খুশির হাওয়া জঙ্গলমহল জুড়ে। কারণ দীর্ঘদিন আদিবাসীদের সামাজিক সংগঠন গুলি মাতৃভাষায় শিক্ষাদানের জন্য বার বার আন্দোলন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিল। আদিবাসীদের সর্ববৃহৎ সামাজিক সংগঠন ভারত জাকাৎ মাঝি পারগানা মহলের পনৎ পারগানা রাজ্য নেতা রবিন টুডু বলেন,‘সাঁওতালি ভাষায় অলচিকি হরফে আদিবাসী ছেলেমেয়েরা পড়াশুনা করতে পারবে তারজন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে দাবি জানিয়ে এসেছিলাম। কিছুদিন আগে সাঁওতালিতে ডিএলএড কোর্স চালু করেছে রাজ্য সরকার। গতকাল আবার ডিগ্রি কলেজে সাঁওতালি ভাষায় অলচিকি হরফে পড়াশুনা চালু হওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।’

Developed by