Breaking
25 Dec 2024, Wed

করোনায় আক্রান্ত হলেন ঝাড়গ্রাম শহরের ২ জন কাপড় ব্যবসায়ী

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : মঙ্গলবার ঝাড়গ্রাম জেলায় নতুন করে ফের ২ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। ৪ আগস্ট রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে প্রকাশিত বুলেটিনে নতুন করে ফের ২ জনের করোনা পজেটিভের কথা উল্লেখ করা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে গত
৩ আগস্ট পর্যন্ত যে স্যাম্পল নেওয়া হয়েছিল তার ভিত্তিতে এই রিপোর্ট। এ নিয়ে ঝাড়গ্রাম জেলায় সরকারি ভাবে মোট ৩৮ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এমনকি ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে পূর্বের যে ৩১ জনের করোনা পজেটিভ ধরা পড়েছিল, তাঁদের চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। যার ফলে বর্তমানে ঝাড়গ্রাম জেলায় মোট ৭ জন ব্যক্তির শরীরে করোনা পজেটিভ থাকার খবর জানানো হয়েছে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে। ঝাড়গ্রামের জুবলি মার্কেটের ২ জন কাপড় ব্যবসায়ীর করোনা পজেটিভ হয়ে ঝাড়গ্রাম কোভিড হাসপাতালে ভর্তি রয়েছেন। জানা গিয়েছে, তাঁদের বাড়ি বাছুরডোবা এলাকায়। দুজনের মধ্যে এক বয়স্ক কাপড় ব্যবসায়ী শারীরিক সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সোমবার রাতে তাঁদের রিপোর্ট পজেটিভ আসায় তাঁদেরকে ঝাড়গ্রামের কোভিড হাসপাতালে ভর্তি করানো হয়। জুবলি মার্কেটের এক কাপড় ব্যবসায়ী জানিয়েছেন,’বাজারের ১২-১৫ জন কাপড় ব্যবসায়ী জ্বর হয়ে বাড়িতে রয়েছেন। তাঁরা গত কয়েকদিন বাজারে আসেননি।’ এর জেরেই ‘গ্রিন জেলা’ ঝাড়গ্রামে প্রথম কন্টেনমেন্ট জোন ঘোষণা করল জেলা প্রশাসন।

Developed by