Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম করোনা হাসপাতালে ভেন্টিলেশন, ডায়লিসিস ইউনিট সহ মোট ৭৫টি বেড রয়েছে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম করোনা হাসপাতালে ভেন্টিলেশন, ডায়লিসিস ইউনিট সহ মোট ৭৫টি বেড রয়েছে। অর্থাৎ ঝাড়গ্রামে পুরোপুরি ভাবে তৈরি হয়েছে করোনা হাসপাতাল। ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরের মধ্যে থাকা নাইট শেল্টারটিকে করোনা হাসপাতাল তৈরি করা হয়েছে। যদিও করোনা হাসপাতালটিকে জেলা হাসপাতালের সঙ্গে পুরোপুরি পৃথক ভাবে পাঁচিল দিয়ে ভাগ করা হয়েছে। করোনা হাসপাতালের জন্য অর্থোপেডিক্স, প্রসূতি, প্যাথোলজিস্ট, চর্ম বিশেষজ্ঞ চিকিৎসকও ইতিমধ্যে কাজে যোগ দিয়েছেন। হাসপাতালের জন্য চারজন মেডিক্যাল অফিসার, চারজন নার্স ও অ্যাসিন্ট্যান্ট সুপার রয়েছেন। অপারেশন থিয়েটার, প্রসূতি মহিলাদের ওয়ার্ড, ভেন্টিলেশন, এক্স-রে ইউনিট, ডায়লিসিস ইউনিট রয়েছে। এছাড়াও প্যথোলজিস্ট, ভেন্টিলেশন, এক্স-রে, ইসিজি, ব্লাড ব্যাঙ্ক মিলিয়ে মোট পাঁচজন টেকনিশয়ান রয়েছেন। উপসর্গ সহ কেউ করোনায় আক্রান্ত হলে তাঁকে করোনা হাসপাতালে ভর্তি করানো হচ্ছে। বাকিদের সেফ হোমে রাখা হচ্ছে।

Developed by