Breaking
24 Dec 2024, Tue

ঝাড়গ্রাম শহরে করোনা আক্রান্তের দুই পরিবারের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল পুরসভা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় এক মিষ্টি দোকানের মালিক ও নতুনডিহি এলাকার এক বেসরকারি সংস্থার কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। এদিনই পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকায় স্যানিটাইজ করা হয়েছে। পুরসভার উদ্যোগে দুই আক্রান্তের বাড়িতে খাদ্যসামগ্রী তুলে দেন পুরসভার কর্মীরা। পুরসভার প্রশাসক তথা মহকুমা শাসক বলেন, দু’টি পরিবারকে চাল, ডাল, তেল, নুন, শাক-সবজি, সোয়াবিন দেওয়া হয়েছে। যাতে কোন সমস্যা না হয়। প্রশাসন সবসময় সাথে রয়েছে।

Developed by