ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রামের জনবহুল এলাকায় এক মিষ্টি দোকানের মালিকের করোনা ধরা পড়েছে। জনবহুল এলাকায় করোনা ধরা পড়ার পর সাবিত্রী মন্দির এলাকায় অ্যান্টিজেন টেস্ট করা হবে। জানা গিয়েছে, পুরাতন ঝাড়গ্রাম এলাকার মোড়ে সমস্ত দোকানদার ও তাঁদের পরিবারের লোকজনদের টেস্ট করা হবে। কোথায় শিবির করা হবে তা সরজমিনে খতিয়ে দেখেন জেলাশাসক আয়েষা রানি এ। সঙ্গে ছিলেন মহকুমা শাসক সুবর্ণ রায়, এডিপিও অনিন্দসুন্দর ভট্টাচার্য, ঝাড়গ্রাম থানার আইসি পলাশ চট্টোপাধ্যায়। জেলাশাসক হেঁটে হেঁটে পাতর পাড়া, খ্রীষ্টানপাড়া এলাকা পরিদর্শন করেন। পথচলতি মানুষজনকে মুখ মাস্ক পারর কথা বলেন। এক ট্রাক্টর চালক মাস্ক না পরায় ধমক দেন পুলিস। জানা গিয়েছে, রবিবার থেকে পুরাতন ঝাড়গ্রাম এলাকারা দুই বটতলা মোড়, ডোমপাড়া সহ কিছু জায়গায় পুলিস পিকেট বসবে। এছাড়াও পাড়ায় পাড়ায় পুলিসি টহল চলবে। জেলাশাসক বলেন, রবিবার সাবিত্রী মন্দির সংলগ্ন বটতলা মোড়ে র্যা পিড অ্যান্টিজেন টেস্ট শুরু হবে।