ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকায় এক মিষ্টি দোকানের মালিক ও নতুনডিহি এলাকার এক বেসরকারি সংস্থার কর্মীর করোনা পজিটিভ ধরা পড়েছে। মিষ্টিদোকানের মালিককে মানিকপাড়ার সেফ হোমে রাখা হয়েছে। বেসরকারি সংস্থার কর্মী করোনা হাসপাতালে চিকিৎসাধীন। ওই ঘটনার পরই এদিন দু’টি পরিবারের মোট ন’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে করোনা পরীক্ষার জন্য। মহকুমা শাসক বলেন, দু’টি পরিবারের ন’জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। দু’টি এলাকায় স্যানিটাইজ করা হয়েছে।