ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরে নতুন করে ফের ২ জনের করোনা পজেটিভ ধরা পড়ার স্যনিটাইজ করা হল। এদিন দুপুরে পুরসভার উদ্যোগে দমকলের কর্মীরা পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকায় স্যানিটাইজ করেন। অরণ্য শহরের পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকার দুই বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। একজন করোনা হাসপাতালে ও একজনকে সেফ হোমে রাখা হয়েছে। এদিন দুপুরে দমকলের কর্মীরা আক্রান্ত দু’জনের বাড়ি সংলগ্ন এলাকায় স্যানিটাইজ করা হয়। আক্রান্তদের মধ্যে একজন মিষ্টি দোকানের মালিক। সেই দোকান সংলগ্ন এলাকা স্যানিটাইজ করা হয়েছে।