ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ঝাড়গ্রাম শহরে নতুন করে ফের ২ জনের করোনা পজেটিভের হদিশ মিলল। অরণ্য শহরের পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকার দুই বাসিন্দা করোনায় আক্রান্ত হয়েছেন। একজন করোনা হাসপাতালে ও একজনকে সেফ হোমে রাখা হয়েছে। নতুন করে শহরে দু’জন আক্রান্ত হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। এ নিয়ে ঝাড়গ্রাম জেলায় মোট ৩০ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। এরমধ্যে ২৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। পুরসভার উদ্যোগে মানুষজনকে নিয়মিত মানুষজনকে সচেতন করা হচ্ছে ও মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। তবুও বেশ কিছুজন মাস্ক পরছেন না বলে অভিযোগ। এমনকি স্বাস্থ্যবিধি মানছেন না। তবে নতুন করে করোনায় দু’জন আক্রান্ত হওয়ার পরও হুঁশ ফেরেনি মানুষজনের। এদিনও সকালে পুরাতন ঝাড়গ্রাম ও নতুনডিহি এলাকায় মানুষের বিভিন্ন জায়গায় জটলা ছিল।