ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কংগ্রেসের নক্ষত্রপতন! পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র প্রয়াত হলেন বুধবার গভীর রাতে।বলা যেতে পারে রাজ্য কংগ্রেসের একটি অধ্যায়ের অবসান হল। নব্বইয়ের দশকে কংগ্রেসের প্রদেশ সভাপতি সোমেন মিত্র থাকাকালীন তাঁর সঙ্গে যুব কংগ্রেসের সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধের জেরেই নতুন দল তৈরি হয় তৃণমূল কংগ্রেস। আবার রাজ্য রাজনীতির পরিবর্তনের মুহূর্তে কংগ্রেস ছেড়ে মমতার পাশে এসে দাঁড়ান সোমেন মিত্র। ডায়মন্ডহারবার থেকে তৃনমূলের সাংসদ হিসেবে নির্বাচিত হন সোমেন মিত্র। তারপরই মমতার দল ত্যাগ করেন সোমেন। ফিরে যান গেলেন কংগ্রেসে এবং প্রদেশ সভাপতি পদ পান। আমৃত্যু তিনি সেই পদেই দায়িত্বে ছিলেন। এই মুহূর্তে তিনি ছিলেন দক্ষিণ কলকাতার একটি ফ্ল্যাটে। শিয়লাদহ এলাকা বা আমহাস্ট স্ট্রিটের রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। তিনি সেখানে পরিচিত ছোড়দা হিসেবেই। দীর্ঘদিন ধরে শারীরিক ভাবে অসুস্থ হয়ে থাকার জেরেই মৃত্যু হয় প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রের। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে বর্ষীয়ান রাজনীতিবিদের আত্মার চিরশান্তি কামনা করি।