Breaking
23 Dec 2024, Mon

সাংবাদিক তৈরির আঁতুড় ঘর মেদিনীপুরের দৈনিক ‘ছাপাখবর’ পত্রিকার সম্পাদক বাচস্পতি দাস প্রয়াত, শোকস্তব্ধ সাংবাদিক মহল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সাংবাদিক তৈরির আঁতুড় ঘর মেদিনীপুরের দৈনিক ‘ছাপাখবর’ পত্রিকার সম্পাদক বাচস্পতি দাস প্রয়াত, শোকস্তব্ধ সাংবাদিক মহল। অবিভক্ত মেদিনীপুর থেকে দৈনিক কাগজ প্রকাশ করা খুবই কঠিন কাজ ছিল। আর সেই অসাধ্য সাধন কাজটিই করেছিলেন বাচস্পতি দাস। যিনি সাংবাদিক মহলে বাচ্চু দা নামেই বেশি পরিচিত ছিলেন। ১৯৯৫ সালের ২১ শে ফেব্রুয়ারি একক উদ্যোগে মেদিনীপুর শহরের মানিকপুর থেকেই দৈনিক ‘ছাপাখবর’ পত্রিকার পথ চলা শুরু। যার প্রতিষ্ঠাতা সম্পাদক বাচস্পতি দাস নিজেই। এই পত্রিকায় শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কাজ শুরু করে এখন রাজ্যের প্রথম সারির দৈনিক পত্রিকায় অনেকে সফলতার সঙ্গে সাংবাদিকতার পেশাকে বেছে নিয়েছেন। তেমনি ছাপাখবর থেকে প্রকাশিত বহু খবর জেলা তথা রাজ্যের মধ্যে সাড়াও ফেলেছিল। পেশায় প্রাথমিক শিক্ষক বাচস্পতি দাস অবসরের প্রায় ছ’ বছর আগের থেকে কিডনির সমস্যায় জর্জরিত হয়ে পড়েন। শেষমেষ ২০১৭ সালে শারীরিক অসুস্থতা ও পত্রিকা পরিচালানোর আর্থিক মন্দার কারণে দৈনিক ‘ছাপাখবর’ প্রকাশও বন্ধ হয়ে যায়। শুক্রবার সন্ধ্যায় শারীরিক অসুস্থতা বোধ করলে তাঁর পরিজনেরা মেদিনীপুর শহরের এক বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। সেখানেই সন্ধ্যা ৮ টা ৫০ মিনিট নাগাদ তিনি প্রয়াত হন। তাঁর মৃত্যুতে অবিভক্ত মেদিনীপুর জেলার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। বলা যেতে দৈনিক পত্রিকার প্রামাণ্য দলিলের এক অধ্যায়ের অবসান হল। প্রয়াত বাচস্পতি দাস ওরফে বাচ্চু দা রেখে গেলেন স্ত্রী হীরা দাস, দুই পুত্র শুভজিৎ দাস ও অভিজিৎ দাস, পুত্রবধূ সায়ন্তী দাসকে। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করার পাশাপাশি তাঁর পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছে ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ কর্তৃপক্ষ।

Developed by