Breaking
23 Dec 2024, Mon

ঝাড়গ্রাম জেলার গুরুত্ব বাড়ল রাজ্যে, একসঙ্গে চারজন স্থান পেলেন তৃণমূলের রাজ্য কমিটিতে

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ২১ জুলাই তৃণমূল নেত্রী ঘোষণা করেছিলেন দল রদবদল করা হবে। দু’দিনের মধ্যে সেই রদবদল করা হল ভার্চুয়াল বৈঠকের মাধ্যমে। দলনেত্রীর প্রিয় ঝাড়গ্রাম জেলা আরো বেশি করে গুরুত্ব পেল। ঝাড়গ্রাম জেলার নেতাদের গুরুত্ব বাড়ানো হল। একসঙ্গে চারজনকে স্থান দেওয়া হল তৃণমূলের রাজ্য কমিটিতে। তৃণমূলের রাজ্য সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন ঝাড়গ্রাম জেলার দুই প্রবীণ বিধায়ক সুকুমার হাঁসদা ও চূড়ামণি মাহাত। তৃণমূলের রাজ্য সম্পাদক করা হয়েছে একদা লালগড় আন্দোলনের মুখ ছত্রধর মাহাতকে। আর তৃণমূল যুব রাজ্য কমিটির সহ-সভাপতি করা হয়েছে দেবনাথ হাঁসদাকে। ঝাড়গ্রামকে রাজ্যের মানচিত্রে তুলে ধরার জন্য বার বার চেষ্টা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার দলের ক্ষেত্রেও সেই গুরুত্বকে প্রতিষ্ঠা দিলেন বলেই রাজনৈতিক মহলের মত।

Developed by