ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনে রাস্তার পাশে এক অপরিচিত মহিলাকে শুয়ে থাকতে দেখেন প্রাথমিক শিক্ষক সুদীপ্ত নায়েক। বৃহস্পতিবার দুপুরে ঝাড়গ্রাম শহরের রঘুনাথপুরের সেটেলমেন্ট মোড়ের পাশে সবুজ ঘাসের উপর শুয়ে থাকতে দেখেন সুদীপ্ত। পরনে শুধুমাত্র একটি লাল শাড়ি এবং কুঁকড়ে শুয়ে পড়ে আছে। দৃশ্য দেখে মনে নাড়া দেয় তাঁর। সুদীপ্ত বলেন,‘হাত দিয়ে নাড়িয়ে দেখলাম জীবিত। খুব দুর্বল। একটু জল, আর সামান্য কিছু শুকনো খাবার দিলাম। আবোল তাবোল বিড়বিড় করতে করতে খুব ধীরে ধীরে খাচ্ছেন। জিজ্ঞেস করলাম ভাত খাবে? বলল চলবে না। নাম-ঠিকানাও বলতে পারছেন না।’ এহেন ছবি নিজের ফেসবুকে পোস্ট করেন শিক্ষক সুদীপ্ত নায়েক। যদিও ফেসবুক পেজে অনেকেই সুদীপ্তকে ‘জ্ঞান’ দেয়। কিন্তু পাশে এসে তাঁরা কেউ দাঁড়ায়নি। সুদীপ্তর এহেন পোস্ট দেখে এগিয়ে আসেন স্থানীয় যুবক ও তাঁর বন্ধুরা। ঝাড়গ্রাম থানায় বিষয়টি জানানোর পর ঘটনাস্থলে আসেন পুলিশ। একটি ট্রলিতে করে সন্দীপ করণ, অনুপম ঘোষ, সৌমেন মণ্ডল, সোমনাথ দাসদের সহায়তায় সুদীপ্ত নায়েক ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন ওই মহিলাকে।