Breaking
23 Dec 2024, Mon

তৃণমূলের রাজ্য কমিটিতে ছত্রধর মাহাত, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি হলেন দুলাল মুর্মু

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠনে ঢালাও রদবদল করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্য ২০২১ সালের নির্বাচন৷ নির্বাচনকে কেন্দ্র করে এবার দল গঠনের দলের পুনর্বিন্যাস করল তৃণমূল৷ দলের ভাবমূর্তি রক্ষা করতে এবার ২১ জনের নতুন তালিকা তৈরি করা হয়েছে৷ উল্লেখযোগ্য ভাবে জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলায় করা হয়েছে বড়সড় রদবদল। লোকসভা নির্বাচনে ঝাড়গ্রাম আসনটি বিজেপির কাছে হেরে যায় তৃণমূল। এবারে বিধানসভা নির্বাচনের আগে তাই বড়সড় রদবদল করে সংগঠনে ঝাঁকুনি দিল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লালগড় আন্দোলনের মুখ ছত্রধর মাহাতকে রাজ্য কমিটিতে নিয়ে আসা হয়েছে৷ পাশপাশি ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতিতে নতুন মুখ নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মুকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Developed by