ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক:করোনা হাসপাতালে চিকিৎসাধীন রোগী সহ আক্রান্ত তিনজনের রিপোর্ট নেগেটিভ হল। যারফলে ফের করোনা শূন্য হল ঝাড়গ্রাম জেলা। করোনা আক্রান্ত তিনজনের রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে জেলা স্বাস্থ্য দপ্তর ও জেলা প্রশাসন।জানা গিয়েছে, শহরের সুভাষপল্লী এলাকার ওই বাসিন্দা তিনি কলকাতা থেকে ওষুধ এনে ঝাড়গ্রামে সরবরাহ করতেন। গত ১২ জুলাই রাত ১টা নাগাদ বুকে ব্যাথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে এক ওষুধ স্লাপ্লায়ার্সকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। ১৪ জুলাই সন্ধ্যায় ওই রোগীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। তারপরই তাঁকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতাল প্রাঙ্গণে নতুন করোনা হাসাপাতালে ভর্তি রাখা হয়। এছাড়াও উপসর্গহীন আরও দু’জন করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদেরকে সেফ হোমে রাখা হয়েছিল। সোমবার চিকিৎসাধীন ওই ব্যক্তি সহ মোট তিনজনের রিপোর্ট নেগেটিভ এসেছে।