ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: তৃণমূল-বিজেপি-র সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেল ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়া ব্লকের পেটবিন্ধি অঞ্চলের কালিঞ্জা এলাকা। এদিন দু’দলের সংঘর্ষে গুরুতর জখম হয়েছেন চারজন। তাঁদের মধ্যে ২ জন তৃণমূল কর্মী, দু’জন বিজেপি নেতা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আহত হন বেলিয়াবেড়ার সিআই গৌতম চক্রবর্তীও। আহতদের ঝাড়গ্রাম জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।
পরে এক তৃণমূল কর্মীকে কলকাতার এসএসকেএম হাসপাতালে রেফার করা হয়। ওই ঘটনায় কয়েক জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিস। এখনও কেউ গ্রেপ্তার হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন কালিঞ্চায় একশো দিনের কাজ করছিলেন কিছু লোকজন।
তাঁদের মধ্যে কয়েকজন তৃণমূল কর্মী শহিদ স্মরণ অনুষ্ঠানে যোগ দিতে গেলে বাধা দেয় বিজেপি-র লোকজন। এই নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে সিআইকে বিজেপি-র লোকজন মারধর করে বলে অভিযোগ। সার্কেল ইন্সপেক্টর গৌতমবাবুকে লাঠি দিয়ে মারধর করা হয়। অন্যদিকে বেলচা, কোদাল নিয়ে দু:পক্ষের লোকজন হামলা চালায়। তাতে রক্তাক্ত হন উভয়পক্ষের চার জন।