Breaking
23 Dec 2024, Mon

অনুরণ সেনাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়া ‘বিজেপির কালো দিন’, সোশ্যাল মিডিয়া তোলপাড়

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলা বিজেপির যুব মোর্চার সভাপতি অনুরণ সেনাপতিকে পদ থেকে সরিয়ে দেওয়া ‘বিজেপির কালো দিন’ বলে উল্লেখ করে সোশ্যাল মিডিয়া তোলপাড় হয়ে উঠল সোমবার রাতে। যত রাত গড়াতে শুরু করেছে ততই পারদ চড়তে শুরু করেছে অনুগামীদের।সোমবার রাত ন’টা বেজে দু’মিনিটে বিজেপির যুব নেতা অভিমুন্য যাদব তাঁর নিজের ফেসবুক পেজে পোস্ট করে লিখেছেন,’আজ পুরো ঝাড়গ্রাম জেলা বিজেপির জন্য কাল দিন।’ তারপরেই তিনি পোস্ট করেছেন,’আমার নেতা তোমার নেতা যুব সভাপতি অনুরণ সেনাপতি জিন্দাবাদ।’নয়াগ্রাম মন্ডলের প্রাক্তণ বিজেপির সভাপতি উৎপল দাস মহাপাত্র লিখেছেন,’অবাক পৃথিবী অবাক করলে তুমি।’ দলের পুরোনো কর্মীকে এভাবে বসিয়ে দেওয়ায় শুরু হয়েছে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন! কি হল বিজেপির? অন্দরে কি চোরাস্রোত বইছে ঝাড়গ্রাম জেলা বিজেপির মধ্যেই প্রশ্নটা উঠছে রাজনৈতিক মহলে!

Developed by