ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : ঝাড়গ্রাম জেলায় বাজ পড়ে ৫ জনের মৃত্যু হল। আশঙ্কাজনক আরও অনেক ৭ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে ঝাড়গ্রাম জেলায় প্রবল বৃষ্টি শুরু হয়। সেই সঙ্গে চলে নাগাড়ে বজ্রপাত। এদিন ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, সাঁকরাইল ও জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ মহিলা, ৩ পুরুষ মিলে মোট ৫ জনের। গোপীবল্লভপুরে বাজ পড়ে মত্যু হয়েছে ফুদিল মহাপাত্র(৪৮)। এদিন মহুলি গ্রামের বাসিন্দা ফুদিল মহাপাত্র দুপুর বেলায় মেঘ দেখে বাড়ি থেকে ২০০ মিটার দূরে মাঠে গরু আনতে গিয়েছিলেন। বাজ পড়ে খোলা মাঠে লুটিয়ে পড়েন। পরিবারের লোকেরা তাঁকে উদ্ধার করে গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হাসপাতলে নিয়ে এলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষনা করেন। অপরদিকে জাম্বনীতে বাজ পড়ে মৃত্যু হয়েছে শেখ মুক্তার (৪৫) ও নেপাল মুর্মু (৫০)। পড়িহাটি গ্রাম পঞ্চায়েতের নাচদা গ্রামে দু’জন জখম হয়েছেন। তাদের চিল্কিগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়াও জমিনে কাজ করতে গিয়ে সাঁকরাইল ব্লকের ধানঘরিতে বাজ পড়ে মৃত্যু হয়েছে ২ মহিলার। মৃতেরা হলেন যতন কালন্দি ও সুন্দরী কালন্দি।