Breaking
24 Dec 2024, Tue

বিজেপির রাজ্য সভাপতি করোনা আক্রান্ত !

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জম্মু ও কাশ্মীরে আচমকা কোভিড সংক্রমণ ঊর্ধ্বমুখী হয়েছে। রিপোর্ট পজিটিভ রাজ্য সভাপতি রবিন্দর রায়নারও। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। আর তার সঙ্গে ক’দিন আগেই সাক্ষাৎ হওয়ায় কোয়ারেন্টাইনে গেলেন কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং এবং বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক রাম মাধব। রবিন্দর রায়না এখন জম্মুর রিয়াসি জেলার কাকরিয়ালে শ্রীমাতা বৈষ্ণোদেবী নারায়ণ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। বান্দিপোরায় দলের নেতা শেখ ওয়াসিম বারি, তাঁর ভাই ও বাবা সম্প্রতি জঙ্গিদের হাতে খুন হয়েছেন। তাঁদের শোকবার্তা দিতে বান্দিপোরায় গিয়েছিলেন রায়না। সেখানে পাঁচ দিন ছিলেন তিনি। সেখান থেকে ফেরার পরেই তাঁর করোনা সংক্রমণের উপসর্গ দেখা দেয়। তিনি হাসপাতালে ভর্তি হন।

Developed by