Breaking
24 Dec 2024, Tue

মাধ্যমিক পরীক্ষায় ঝাড়গ্রাম জেলায় প্রথম সম্ভাব্য দশজনের তালিকা দেখে নিন একনজরে—-

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: মাধ্যমিক পরীক্ষায় ঝাড়গ্রাম জেলায় প্রথম সম্ভাব্য দশজন হল-
*৬৭৪ নম্বর পেয়ে ঝাড়গ্রাম জেলায় সম্ভাব্য যুগ্ম ভাবে প্রথম হয়েছে শহরের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ছাত্র সৌরিশ দে ও সাঁকরাইল ব্লকের রোহিনী সিআরডি হাইস্কুলের ছাত্র রাজকুমার পৈড়া
*জেলায় সম্ভাব্য দ্বিতীয় ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ গার্লস হাইস্কুলের ছাত্রী রিমা ধল ৬৭১ নম্বর পেয়েছে।
*রোহিনী সিআরডি হাইস্কুলের ছাত্র অমিয় পাত্র ৬৭০ নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য তৃতীয় হয়েছে।
*৬৬৯ নম্বর পেয়ে জেলায় যুগ্ম ভাবে সম্ভাব্য ভাবে চতুর্থ হয়েছে রোহিনী সিআরডি হাইস্কুলের ছাত্র সন্দীপ মাইতি ও নয়াগ্রাম বানী বিদ্যাপীঠের ছাত্র সুপ্রতিক নায়েক।
*ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয়ের ছাত্র অর্নিবান সীল ৬৬৮ নম্বর পেয়ে সম্ভাব্য পঞ্চম হয়েছে।
*শিলদা রাধাচরণ ইনস্টিটিউশনের ছাত্র সায়ন কর্মকার ৬৬৫ নম্বর পেয়ে সম্ভাব্য ষষ্ঠ হয়েছে।
*৬৬৪ নম্বর পেয়ে যুগ্ম ভাবে সপ্তম হয়েছে রানী বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী অহেলি মৈত্র ও ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ গালর্স হাইস্কুলের ছাত্রী পৃথা সাউ।
* ৬৬৩ নম্বর পেয়ে সম্ভাব্য যুগ্ম ভাবে অষ্টম হয়েছে কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ছাত্র অঙ্কন রায় ও ঝাড়গ্রাম ননীবালা বিদ্যালয়ের ছাত্র সাগ্নিক ঘোষাল।
*৬৬২ নম্বর পেয়ে সম্ভাব্য যুগ্ম ভাবে নবম হয়েছে রানী বিনোদ মঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের ছাত্রী শ্রেয়া জানা ও দহিজুড়ি মহাত্মা বিদ্যাপীঠের ছাত্র লক্ষ্মীরাম হাঁসদা।
* ৬৬০ পেয়ে সম্ভাব্য যুগ্ম ভাবে দশম হয়েছে বিনপুর হাইস্কুলের ছাত্রী সুদেষ্ণা প্রতিহার ও ঝাড়গ্রাম শ্রীরামকৃষ্ণ সারদাপীঠ গালর্স হাইস্কুলের ছাত্রী সুচিষ্মিতা বড়াম।

Developed by