Breaking
24 Dec 2024, Tue

করোনায় আক্রান্ত হওয়া শহরের এক ওষুধ সাপ্লায়ার্স ব্যক্তিকে ঝাড়গ্রামের নতুন করোনা হাসপাতালে ভর্তি করা হল

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনায় আক্রান্ত হওয়া শহরের এক ওষুধ সাপ্লায়ার্স ব্যক্তিকে ঝাড়গ্রামের নতুন করোনা হাসপাতালে ভর্তি করা হল। ঝাড়গ্রাম জেলায় এই প্রথম কোন ব্যক্তির করোনা উপসর্গ ধরা পড়ার পর কোভিড-১৯ রিপোর্ট পজেটিভ এসেছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতে ওষুধ সাপ্লায়ার্স ওই ব্যক্তিকে ঝাড়গ্রামের নতুন করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি কলকাতা থেকে ওষুধ এনে ঝাড়গ্রামের দোকান গুলিতে সাপ্লাই করতেন। গত রবিবার মধ্যরাতে বুকে ব্যাথা ও শ্বাসকষ্টের উপসর্গ নিয়ে ওই ব্যক্তিকে ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করানো হয়। সোমবার ট্রুন্যাট যন্ত্রে এবং মঙ্গলবার মেদিনীপুর মেডিক্যাল কলেজের ল্যাব থেকে করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁকে ঝাড়গ্রামের নতুন করোনা হাসাপাতালে ভর্তি করা হয়। যদিও তাঁর পরিবারকে হোম কোয়ারান্টানে রাখা হয়েছে। ওই ব্যক্তির সংস্পর্শে আসা একাধিক জনের নমুনা সংগ্রহও করা হয়েছে। হাসপাতালের মেল মেডিসিন ওয়ার্ড স্যানিটাইজ করা হয়েছে এবং বেশ কয়েকজন নার্সকে হোম কোয়ারন্টাইনে পাঠানো হয়েছে। ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশের পক্ষ থেকে ঝাড়গ্রাম জেলাবাসীর উদ্দেশে আবেদন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। মুখে মাস্ক পরুন। অযথা ভিড় জমাবেন না। অযথা আতঙ্কিত হবেন না।

Developed by