Breaking
24 Dec 2024, Tue

৬৭৪ নম্বর পেয়ে ঝাড়গ্রাম জেলায় সম্ভাব্য যুগ্ম প্রথম হল সৌরিশ দে ও রাজকুমার পৈড়া

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক: ৬৭৪ নম্বর পেয়ে ঝাড়গ্রাম জেলায় সম্ভাব্য যুগ্ম প্রথম হয়েছে সৌরিশ দে ও রাজকুমার পৈড়া। সৌরিশ ঝাড়গ্রাম শহরের কুমুদ কুমারী ইনস্টিটিউশনের ছাত্র। রাজকুমার পৈড়া সাঁকরাইল ব্লকের রোহিনী সিআরডি হাইস্কুলের ছাত্র। তবে এবছর ঝাড়গ্রাম জেলায় প্রথম দশের মধ্যে কেউ নেই। এদিন বিকেল জেলায় সম্ভাব্য যুগ্ম প্রথম দুই ছাত্রের বাড়িতে গিয়ে সংবর্ধনা জানান জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান তথা জেলা তৃণমূলের সভানেত্রী বীরবাহা সরেন টুডু ও ঝাড়গ্রাম জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষা শান্তি টুডু ও শিক্ষক সংগঠনের নেতারা।

Developed by