Breaking
24 Dec 2024, Tue

এবার চিনা রাখি বয়কটের সিদ্ধান্ত ব্যবসায়ী সংগঠনের

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আসতে চলছে পবিত্র রাখি পূর্নিমা। এ বছর রাখি তৈরি এবং তার বিপণনের ক্ষেত্রে যাতে সম্পূর্ণভাবে চিনকে বয়কট করা যায়, তার ডাক দিয়েছে এই সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন। সারা দেশে রাখি উৎসবে মোট ৬ হাজার কোটি টাকার বিক্রি বাটা হয়। যার মধ্যে চিন থেকে আসা রাখি বা রাখি তৈরির উপকরণের ব্যবসা হয় প্রায় ৪ হাজার কোটি টাকার। এই তথ্য দিয়েছে কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স। যার ফলে রাখির বিক্রি বাটার অনেকটা মার্কেট রয়েছে চিনের সর্বভারতীয় ব্যবসায়ী সংগঠন রাখি তৈরি এবং তার বিপণনের ক্ষেত্রে যাতে সম্পূর্ণভাবে চিনকে বয়কটের সিদ্ধান্তে বড় ধাক্কা খেতে চলেছে চিন।

Developed by