Breaking
24 Dec 2024, Tue

কোহলির হাতেই সেরা দল : প্রাক্তন ভারতীয় কোচ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বিরাট কোহলির হাতে ভারতের ক্রিকেট ইতিহাসের হয়তো সবথেকে ভালো দল রয়েছে।’ সম্প্রতি এক সাক্ষাৎকারে এমন কথা বললেন প্রাক্তন ভারতীয় কোচ অংশুমান গায়কোয়াড়। তিনি বলেন, ‘বোলিং ও ব্যাটিংয়ের দিক থেকে অসাধারণ ভারসাম্য আছে দলে। আমাদের সময় কারসান, রজার, কপিল ছিল কিন্তু তাঁরা প্রত্যেকদিন ম্যাচ জেতাতে পারত না। কোহলির হাতে বিকল্প সমেত এমন বোলিং বিভাগ আছে, যারা রোজ ম্যাচ জেতাতে পারে।’ এব্যাপারে আপনার কী মত?

Developed by