ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : বাংলায় কমেছে মদ বিক্রি। প্রচুর ঘাটতি লকডাউনে প্রায় ৪০ দিন বন্ধ ছিল মদের দোকান। মে মাসের প্রথম সপ্তাহে অনুমতি মিলতেই মাত্র ১০ ঘণ্টায় ১০০ কোটি টাকার মদ বিক্রি হয়েছিল পশ্চিমবঙ্গে। সেই রাজ্যেই কিনা গত দু’মাস ধরে মদ বিক্রি তলানিতে। যা রীতিমতো অস্বাভাবিক বলছে ওয়াকিবহাল মহল। সরকারি সূত্রে খবর, গত দু’মাসে মারাত্মক কমে গিয়েছে মদ বিক্রি। রাজ্যের কোষাগারে মদ থেকে আয় ৫০ শতাংশের নিচে নেমে গিয়েছে। মাসে ৬০০ কোটি টাকার ঘাটতি। মদের সেই সুদিন আর নেই!