ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউনের জাঁতাকলে পড়ে ব্যবসা লাটে ওঠার জোগাড় মৃৎশিল্পীদের। বিক্রি না হওয়ায় পড়ে আছে মাটির জলের কলসি। রথের মেলার দিকে তৈরি করা হয়েছিল ফুলের টব। তাও বিক্রি হয়নি। এই অবস্থায় সংসার চলবে কী করে, সেই চিন্তায় কপালে ভাঁজ পড়েছে বিভিন্ন কুমোরপাড়ার কারিগরদের। গরমের সময় মাটির কলসি তৈরি করেছিলেন তাঁরা। তার কিছু বিক্রিও হয়েছিল। কিন্তু, রথে মাটির টব তেমন বিক্রি হয়নি।