ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : আমেরিকা ও জার্মানি থেকে আগেই পোলট্রি, সলমন মাছ আমদানি নিষিদ্ধ করেছিল চিনা প্রশাসন। এবার ইকুয়েডরের তিনটি সংস্থার কাছ থেকে চিংড়ি আমদানিতে নিষেধাজ্ঞা জারি হল চিনে। সেদেশের বন্দরনগরী দালিয়ান ও জিয়ামেন শহরে আমদানি করা চিংড়ির প্যাকেটে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তবে প্যাকেটের ভেতরে কিংবা চিংড়িতে ভাইরাস পাওয়া যায়নি। কিন্তু ঝুঁকি নিতে চাইছে না চিন সরকার। তাই চিংড়ি মাছের আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে।