ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : করোনার কারণে এবার ক্লাবে হবে না মোহনবাগান দিবস। কিন্তু প্রতিবছরের মতো এবারও মোহনবাগান রত্নে সম্মানিত করা হবে কিংবদন্তিদের। এবারে এই সম্মান পাচ্ছেন দু’জন, হকির কিংবদন্তি গুরবক্স সিং এবং প্রাক্তন ক্রিকেটার পলাশ নন্দী। বর্ষসেরা ফুটবলারের সম্মান পাচ্ছেন জোসেবা বেইতিয়া। সেরা যুব ফুটবলারের সম্মান পাচ্ছে (অনূর্ধ্ব-১৮) সজল বাগ।