ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : জামবনি ব্লকের বিডিও এবং পঞ্চায়েত সমিতির সভাপতির সই ‘জাল’ করার অভিযোগ উঠল চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের ক্ষমতাধীন প্রধানের স্বামী ও তাঁর ননদের বিরুদ্ধে। আর এহেন অভিযোগ করেছেন খোদ ওই গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সহ চার পঞ্চায়েত সদস্য। উপ-প্রধান যূথিকা মাহাতো, সদস্যা পারুল ধলরা অভিযোগ পত্রে জানিয়েছেন,‘প্রধান প্রতিমা দত্তের স্বামী রঞ্জন দত্ত ও মণিমালা সিংহ দত্ত দু’জনের ধান জমিতে সেচের নলকূপ তৈরির জন্য ঝাড়গ্রামের সহকারী বাস্তুকার(কৃষি সেচ) দপ্তরে লিখিত আবেদন করেছেন। সেচ দপ্তরের নিয়ম অনুযায়ী স্থানীয় প্রধান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও বিডিও-র স্বাক্ষর লাগে ‘নো-অবজেকশন’ সার্টিফিকেটে। সেখানে পঞ্চায়েত সমিতির সভাপতি পুতুল শীট ও বিডিও সৈকত দে-র স্বাক্ষর জাল করা হয়েছে।’ যদিও এ বিষয়ে একাধিক বার চিলকিগড় গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী রঞ্জন দত্তকে জিজ্ঞাসা করা হলে তিনি কোন সদুত্তর দিতে পারেননি। গত শুক্রবার জামবনির বিডিও-র কাছে এহেন অভিযোগ জমা পড়ার পর নড়েচড়ে বসেছে ব্লক প্রশাসন থেকে স্থানীয় তৃণমূলের নেতারা। জামবনি পঞ্চায়েত সমিতির সভাপতি পুতুল শীট বলেন,‘আমি এরকম কোন কাগজে সই করেছি বলে মনে পড়ছে না।’ জামবনির বিডিও সৈকত দে বলেন,‘অভিযোগ আসার পরই বিষয়টি আমি সেচ দপ্তর থেকে ওই আবেদনের কাগজ চেয়ে পাঠিয়েছি। তা দেখলেই বুঝতে পারব আমার সই জাল করা হয়েছে কিনা। তারপরই পরবর্তী কি ব্যবস্থা নেওয়া হবে তা পরে আপনাদের জানিয়ে দেব।’