ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : সম্প্রতি বিশ্ব ক্রিকেটে কানাঘুষো চলছে, বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় নাকি এবার আইসিসির প্রেসিডেন্টের চেয়ারে বসতে চলেছেন শীঘ্রই। কিন্তু সৌরভ নিজে কী বলছেন? কথাবার্তায় বেশ ধোঁয়াশা জিইয়ে রেখে দাদা বলছেন, ‘আমি জানি না এই মুহূর্তে আমি বিসিসিআই ছেড়ে যাওয়ার অনুমতি পাব কিনা। সবটা নির্ভর করছে বোর্ডের সিদ্ধান্তের উপর। তাছাড়া আমার এমন কিছু তাড়াহুড়োও নেই। এখনও আমার এমন বেশি বয়স হয়নি।’ আপনি কি চান?