Breaking
24 Dec 2024, Tue

সাধের BMW বিক্রি করছেন দ্যুতি চাঁদ

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : লকডাউন থাকায় অলিম্পিকের ট্রেনিং ঠিকঠাক হচ্ছে না ভারতীয় স্প্রিন্টার দ্যুতি চাঁদের। যার কারণ হিসেবে উঠে আসছে মূলত অর্থাভাবই। যার জন্য নিজের সাধের বিএমডব্লু গাড়িটিই বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। একটি সাক্ষাৎকারে দ্যুতি বলেছেন, ‘এতদিন ধরে যা উপার্জন করেছিলাম, এই কয়েক মাসে তার পুরোটাই খরচ করে ফেলেছি। স্পনসরশিপের অভাবে আর কোনও প্রতিযোগিতা হচ্ছে না। এখন অর্থ জোগাড়ের এটাই একমাত্র রাস্তা।’

Developed by