Breaking
1 Nov 2024, Fri

মাস্ক, পিপিই-তে স্বনির্ভর হয়ে উঠেছে বাংলা

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : কোভিড প্রতিরোধী মাস্ক ও পিপিই তৈরিতে স্বনির্ভর হল রাজ্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা-যুদ্ধের রসদ তৈরিতে উদ্যোগ নেয় ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প দফতর। গত তিন মাসে লক্ষ্যপূরণে সফল তারা। রাজ্যবাসীর জন্য নতুন করে ‘থ্রি লেয়ার’ বিশিষ্ট তিন কোটি মাস্ক বিতরণের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী। মাস্কে লেখা থাকবে ‘বাংলা আমার মা’। এতে প্রচুর মানুষের আয়ও হবে।

Developed by