Breaking
25 Dec 2024, Wed

ভারতে আরও লগ্নি করবে ফক্সকন

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : চিনে যেসব সংস্থা ঝাঁপ বন্ধ করছে, তাদের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রক। উদ্দেশ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির বাস্তবায়ন। সূত্রের খবর, অ্যাপলের হয়ে আইফোন উৎপাদনকারী সংস্থা ফক্সকন তাদের তামিলনাড়ুর কারখানাটি সম্প্রসারণের জন্য ৩ বছর ধরে ১০০ কোটি ডলার লগ্নি করবে। প্রায় ৬,০০০ কর্মসংস্থান হবে সেখানে। তবে অ্যাপল ও ফক্সকন এনিয়ে এখনও কিছু বলেনি।

Developed by