Breaking
25 Dec 2024, Wed

বন্ধ বাংলা নন ফিকশন শো। শুটিং এর জের!

ঝাড়গ্রাম নিউজ ফ্ল্যাশ ডেস্ক : শুটিং নিয়ে সমস্যা পিছু ছাড়ছেই না। সিরিয়াল-সিনেমার জট কাটলেও এখনও ‘নর্মাল’ হতে পারেনি নন ফিকশন শোয়ের শুটিং। রিয়েলিটি শো থেকে রান্নার শো, এপিসোড ব্যাঙ্কিং করতে না করতে ফের লকডাউন। ‘দাদাগিরি’, ‘দিদি নম্বর ওয়ান’, ‘রান্নাঘর’-এর শুটিং লোকেশন পড়েছে রাজারহাটের কনটেইনমেন্ট জোনে। ‘দাদাগিরি’র শুটিং আপাতত মধ্য কলকাতার একটি হোটেলে সেট তৈরি করে শুরু হবে। ‘সুপার সিংগার’-এর শুটিং ২১ জুলাই থেকে শুরু হতে পারে।

Developed by